(llbangla.org)
তেলমিসাস নগরীতে বিশাল একগুচ্ছ রশি দিয়ে তা পেছিয়ে পাছিয়ে একটি ঘোড়ার টানা গাড়ীর সামনে একটি স্তুপ তৈরী করা হয়। রাশির পর পর দিয়ে একটি বিশাল জট সৃষ্টি করা হয়। যার আগামাথা বুঝার কোন উপায় ছিলনা। ঘোষণা দেয়া হলো, যে এই রশির মাথা সমূহ মিলাতে পারবে – সে এক দিন বিশ্ব জয় করবে। এই জট খোলার জন্য বহু বার বহু জন নানা ভাবে চেষ্টা করেছেন। কিন্তু সকলেই ব্যার্থ হয়। আলেকজান্ডার বিষয়টি পরীক্ষা করে সেই চ্যালেঞ্জ গ্রহন করেন । এরিস্ট্যাটলের ছাত্র আলেকজান্ডার রশির স্তুপ দেখে নিজের কোমর থেকে তলোয়ারটি বের করে এক কোপে সমস্ত রশি গুলোর মাঝখান দিয়ে দুই ভাগ করে ফেলেন এবং সকল রশির মাথা একত্র করেদেন । সেই আলেকজান্ডারই একদিন বিশ্ব জয় করতে পেরেছিলেন।
আমরা ও আলেকজান্ডারের মতই দূরদর্শী, সাহসী ও সৃজনশীল হব। আমরা শত্রুদের সাজানো যুদ্বক্ষত্রে লড়াই করব না । আমরা তাদেরকে নীতিমালা তৈরী করতে দিব না । আমরা আমাদের মতই খেলব। যা হবে তাঁদের জন্য অপ্রত্যাশিত। সরাসরি শত্রুর বুকে আঘাত করব। পালাতে দিব না। আমাদের আক্রমণ ব্যর্থ হবে না । আমরা কোন মিথ্যা স্বপ্ন বা আশ্বাস দিচ্ছি না । আমাদের আসল শক্তি হল আমরা বিপ্লবী বিজ্ঞান অনুসরন করছি। লিডিং লাইট কমিঊনিজম । আসল সত্য আমাদের সাথেই আছে।