ইসরাইলের জন্য মার্কিন সিনেট তাঁদের বরাদ্ব দ্বিগুন করেছে…

( মার্কিনীরা ফিলিস্তিনিদেরকে নির্মূল করার জন্য এক বিচিত্র সাম্রাজ্যবাদিতে পরিণত হয়েছে।)
মার্কিন সিনেটের একটি প্যানেল ইসরাইলের সুরক্ষার জন্য তাঁদের প্রদত্ব অনুদান দ্বিগুন করে দিয়েছে। হামাসের রকেট হামলা থেকে সুরক্ষার জন্য উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে ইসরাইলকে হেফাজতের কাজে মার্কিনীরা উঠে পড়ে লেগেছে। ওবামা প্রশাসন অতিরিক্ত ৩৫১ মিলিয়ন মার্কিন ডলার ইসরাইলকে অনুদান প্রদান করেছেন। এই ক্ষেত্রে রিপাবলিকান দলের সদস্যরা মৃদু আপত্তি করলে ও পরে তাঁরা  তাতে সম্মতি দেয় এবং অর্থের পরিমান কিছু কমিয়ে দিতে  অনুরুধ জানায়। উপরন্ত তাঁরা অধিকতর শক্তিশালী রকেট, মর্টারস ইসরাইলকে সরবরাহের জন্য কংগ্রেসকে আহবান জানায়।
ডেমোক্রেটিক সিনেটর ডিক ডারবিন যিনি এই প্যানেলের চেয়ারম্যান, তিনি বলেন গাজা উপত্যাকা থেকে সকল প্রকার রকেট হামলা প্রতিরোধের জন্য ইসরাইলকে শক্তিশালী করা হচ্ছে।
সামগ্রীক ভাবে অ্যামেরিকা ইসরাইলকে ২০১৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে ৫৪৯.৩ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে।
এতে সহজেই অনুমান করা যায় আগামীদিনে ইসরাইল কত ভয়ংকর শক্তি হিসাবে দুনিয়ার সামনে আসছে। সাম্রাজ্যবাদের নিকৃষ্ট ও নোংরা লাটিয়াল হিসাবে উরা আমাদের প্রীয় পৃথিবীর শান্তি বিনাশী হয়ে উঠবে। #শিহাব

Leave a Reply