কাপুরুষ চক্র বাংলাদেশে আরও নিপরাধ মানুষকে খুন করছে

7b1a12f70996469087e5166129f358c7_18

(llbangla.org)

“আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মূক, যারা কিছুই বুঝে না”। আল কোরআন  [৮ঃ২২]

কতিপয় নির্বোধ লোক বাংলাদেশে এখন উদার চিন্তার মানুষ ও প্রগতিশীল মানুষকে কসাইয়ের মত হত্যা করছে। শনিবার ফয়সাল আরেফিন খুন হয়েছেন, যিনি এর আগে ঘাতকের আঘাতে খুন হয়েছেন সেই অভিজিত রায়ের বই প্রকাশ করেছিলেন। তিনি ঢাকার একটি জনাকীর্ণ বাজারের দ্বিতীয় তলায় ঘাতকদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। এই ঘটনার দিন শনিবারেই অভিজিত রায়ের বই প্রকাশক আহমেদুর রহমান টুটুল সহ আরো দুইজন লিখক রনদ্বিপ বসু এবং তারেক রহিম কে ঘাতকরা প্রান নাশের জন্য ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন জনকে মারাত্মক ভাবে আহত করে। এই অজ্ঞাত ঘাতক চক্র কেবল পুস্তক প্রকাশকদেরকেই খুন করছে তা নয় তারা শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিশিলেও বোমা হামলা করে বহু হতাহত করেছে। অবশ্য এই হত্যা কান্ডের দায় ইসলামিক ষ্টেট স্বীকার করে বিবৃতি ও দিয়েছে।

সাম্প্রতিক সময়ের মধ্যে যে সকল কাপুরুষচিত আক্রমন করা হয়েছে  তা মূলত দেশে সাধারন জনগণের বিপক্ষেই করা হয়েছে। এটা নিঃসন্দেহে চরম পন্থীদের কাজ । তাদের এই বর্বরোচিত হামলা কেবল জনগনের বিরুদ্বে নয় বরং এই ধরনের হামলা প্রকৃত পক্ষে মহান আল্লাহর বিরুদ্বেই যায়। ইসলামের নামে আসলে ওরা মারাত্মক গুনাহের কাজেই লিপ্ত হয়েছে। মানুষ এই ধরনের কাজের বিচারক হতে পারেন নাঃ তা কেবল আল্লাহই বিচারের মালিক। তাদের স্পর্ধা আল্লাহর মর্যাদাকেই আঘাত করে। তারা “ইসলামের” নামে আদতে ব্যবসাই করতে চাইছে। সাম্রাজ্যবাদ এই ধরনের কর্মকান্ড আমাদের মত দেশে শিক্ষিত ও উদার চিন্তার লোকদেরকে খুন করার ব্যবস্থা  চালু করে আমাদের সমাজ ও দেশকে দূর্বল করতে চাইছে। সেই দূর্বলাতার সুযোগে ওরা আমাদেরকে শোষণ করতে চায়। তারা যে খেলাফত কায়েম করতে চাইছে তা এই পন্থায় কায়েম করা কোন দিনই সম্ভব হবে না । সাম্রাজ্যবাদের ছায়ায় থেকে ওরা আমাদের ভবিষ্যতকে অন্দ্বকার করতে চায়, আমাদেরকে সাম্রাজ্যবাদের দাসে পরিনত করতে চায়। তারা মৃত্যু ও অজ্ঞতার পূজারী। তারা যে দুঃস্বপনের আবহ তৈরী করতে চাইছে তাকে আমরা না বলছি। শ্রমিক, কৃষক, ছোট ব্যবসায়ী, গরীব দিন মজুর আমরা সকলেই সত্যের ধারক, আমরা জেগে উঠবই আমরা এক সুরে বলবঃ “আমাদের ভবিষ্যৎ আমাদেরকে ই গড়তে হবে”।  এখনই সময় সকল জনগণকে জাগাবার।  সাম্রাজ্যবাদ ও খুনি চক্র আল্লাহর দুশমন।

বুর্জোয়া রাস্ট্রের সাহস নেই তাদেরকে প্রতিরোধ করার, পাগলামী বন্দ্ব করার। আমাদের ভাই ও বোনদেরকে বলছি মনোবল হারাবেন না । সাহসী হোন । সাহসের চর্চা করুন। এখন সামনে এগিয়ে যাবার সময়। আমরা জনতার ঐক্য চাই। জনগণের নিকটই সকল ক্ষমতা । আমরা আলোকিত সাম্যবাদি। আমরাই জয়ী হব – ইনশাওয়াল্লাহ

Sourcesঃhttp://bdnews24.com/bangladesh/2015/10/31/avijit-roys-publisher-dipan-hacked-to-death-at-shahbagh-hours-after-attack-on-another-publisherhttp://www.newsweek.com/bangladesh-hack-attacks-target-secular-publishers-writers-389242

Leave a Reply