ফিলিপাইন থেকে সাম্রাজ্যবাদ বিদায় হও !

(llcobangla.org)

সম্প্রতি একটি ভয়ঙ্কর প্রলয়ঙ্করী হাইয়ান নামক টাইফুনের কারনে ফিলিপাইনে হজারা হাজার মানুষ মারাগেছেন। আহত হয়েছেন লাখ লাখ নারী পুরুষ। সে দেশের অনেক জনসাধারণ হারিয়েছেন তাঁদের জীবনের শেষ সম্বল টুকু ও । এই মারাত্মক পরিস্থিতিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ বলা সমিচিন নয় বরং তাকে সাম্রাজ্যবাদিদের উন্নয়নের নামে স্বেচ্ছাচারীতা তথা মানব সৃষ্ট বিপদ বলাই যুক্তিযুক্ত ।

সাম্রাজ্যবাদ তাঁর নৌ বাহিনী, সেনাবাহিনী ও তাঁদের অন্যান্য সংস্থা – ইউ এস এ আইডি ও এনজিও গুলো দুর্গত এলাকা সমুহে রিলিফ বিতরন করছেন। তাঁরা এর সাথে সাথে সাম্রাজ্যবাদের প্রতি ফিলিপাইনের মানুষের সমর্থন লাভের ও চেষ্টা  করেছেন। যা সাম্রাজ্যবাদিদের পুরাতন খেলা। সাম্রাজ্যবাদিরা তাঁদের ব্যাগে নানা কিসিমের ম্যাজিক নিয়ে ধান্দা করে থাকে । তাঁরা এই রিলিফ কাজের ভেতর দিয়ে ফিলিপাইনের উপর সামরিক ও সহায়তা মুলক প্রভাব বিস্তার করতে ব্যস্ত রয়েছে । সাম্রাজ্যবাদ ফিলিপাইনে তাঁদের সামরিক উপস্থিতি বহাল রাখতে ও  মার্কিনিরা নিজেদেরকে জনগণের রক্ষক হিসাবে প্রমান করতে সদা তৎপর রয়েছে। সেখানকার সাধারণ জনগনের সমর্থন আদায় করার আপ্রান চেষ্টা করছে তাঁরা । নানা মিথ্যা তথ্য দিয়ে জনমনে তাঁদের জায়গা করে নিতে চায় সাম্রাজ্যবাদ। এটা সত্য যে যখন রিলিফ আসে তখন তা সাথে অনেক অনুসংগ ও নিয়ে আসে । আর যখন সেখানে সাম্রাজ্যবাদ কাজ করতে আসে তখন আর কোন কথাই নেই । তাঁরা পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাঁদের প্রতি জনগণের মনোযোগ আকৃষ্ট করে থাকে। ফিলিপাইনে ও তাই ঘটছে।

ফিলিপাইনের জনগন সাম্রাজ্যবাদের শৃংখলা মুক্তির জন্য সুদির্ঘ কাল ধরে লড়াই করছেন । এই লড়াই আজ ও অব্যাহত আছে। প্রকৃতিক বিপর্যয়ের এই সময়ে মার্কিন সাম্রাজ্যবাদী চক্র আবার ফিলিপাইনে ব্যপক ভাবে তাঁদের প্রভাব বিস্তার করতে চাইছে । আমরা তা হতে দিতে পারি না ।  অনুন্নত দেশ সমুহের উপর আজকের এই বিপর্যয়ের অন্যতম কারণ হলো সাম্রাজ্যবাদী দেশ গুলোর সীমাহীন ভোগ ও প্রকৃতির উপর শোষণ । আজ তাঁরই আবার নিজেদেরকে হিরু হিসাবে প্রমান করতে চাইছে । আমরা জনতার ন্যায্য অধিকারের জন্য সহায়তা করব। সাম্রাজ্যবাদ বিরোধী কাজে পাশে থাকব। লিডিং লাইটের সকল শক্তি জনতার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবে ।  সাম্রাজ্যবাদিদের একক ভাবে রিলিফ দেয়া ও প্রভাব বলয় তৈরীর কাজে বাদা দেব । লিডিং লাইট সাম্রাজ্যবাদের সকল চক্রান্তকে রুখে দেব।

Leave a Reply