(llcobangla.org)
স্ট্যালিন একবার ভূলভাবে উ”চারণ করেছিলেন, কমিউনিষ্ট নেতৃত্ব ছাড়াই সর্বহারা শ্রেণীর মুক্তির নৌকা আমাদেরকে কাঙ্খীত মুক্তির বেলা ভূমিতে নিয়ে যাবে । এই ধরনের বক্তব্য মূলতঃ বিপ্লব ও প্রগতির জন্য বাস্তবতা বিবর্জিত ও ভাবালুতাপূর্ণ । যাইহোক, আমরা যদি পিছন ফিরে থাকাই তখন দেখতে পাব যে, এক সময় সমাজতন্ত্র ঠিকে ছিল, এখন যা হারিয়ে গেছে । এমন একটি সময় ছিল যখন সমাজতন্ত্র সৌভিয়েত ইউনিয়নে এবং চীন এ কায়েম হয়ে ছিল । সর্বহারা শ্রেণীর নৌকা কিসের জন্য আটকে গেল, বিপ্লব থেমে গেল, এবং আমাদেরকে তা চির কালের জন্য মুক্ত করতে পারলনা ? আর সে কারনেই আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে, র্মাক্সবাদ কেবল মাত্র একটি বিপ্লবী মতবাদ ছাড়া আর কিছুই নয়। লিডিং লাইট হলো সা¤প্রতিক সময়ের সবচেয়ে প্রাগ্রসর একটি বিপ্লবী প্রক্রিয়া । বিজ্ঞান আমাদেরকে শেখায় যে, সব জায়গা থেকে সমাজতন্ত্র হারিয়ে গেলে ও এর জ্ঞান এবং অভিজ্ঞতা বিপ্লবী বিজ্ঞানের সর্ব্বোচ্চ স্তরে লিডিং লাইট কমিউনিজম অবস্থান করছে । যদি ও আমরা সৌভিয়েত ইউনিয়ন, চীন এবং অন্যান্য প্রগতিশীল দেশে সমাজতন্ত্র অনুশীলনের সুযোগ হারিয়েছি কিন্তু লিডিং লাইট কমিউনিজম সেই বিগত শতাব্দীর মূল্যবান বিপ্লবী অভিজ্ঞতাকে সযতেœ ধারণ করছে । আমরা আগামীতে নেতৃত্ব দখল করব, সর্বহারা শ্রেণী সাম্যবাদী বিপ্লবকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে । তাই আমাদেরকে সংশোধনবাদের বিরুদ্ধে ও লড়াই সংগ্রাম করে যেতে হবে, বিশেষ করে প্রথম বিশ্ববাদের বিপরীতে । বিপ্লবী বিজ্ঞানের সর্ব্বোচ্চ স্তরে পৌঁছতে এটা আরো বেশী দরকার । সর্বশেষ আমাদের দুটি বিরাট বিপ্লবী ঢেউ মার খেয়েছে । বলশেবিক বিপ্লবটি মার খেয়েছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর, আর মওবাদী চীনের বিপ্লবটি মার খেল ১৯৭০ সালে। আমরা আবার ১৯১৭ সালের পূর্বের লেনিনের মত উঠে দাড়াঁবো। সেই সময়ে দুনিয়ার কোথাও কোন সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিলনা । আমরা পরবর্তী বিপ্লবের জন্য উঠে দাড়াঁবো, এগিয়ে যাবো । লিডিং লাইটের উন্মেষ ঘটানোর জন্য আমাদের লাগাতর কাজ করা উচিৎ । আমরা যদি ইতিহাস না বুঝি, তবে আমরা হেরে যাব, আমাদেরকে ও অতীতের মতই বিপ্লবের পথে নানা সমস্যা মোকাবেলা করতে হবে । অতিক্রম করতে হবে অসংখ্য জটিলতা । আমরা শিখব, প্রয়োগ করব, প্রাপ্ত সমস্যার সমাধান করব এবং জোড় কদমে এগিয়ে যাব।
লিডিং লাইট কমিউনিজম অতীতের বিপ্লব থেকে সকল ভূল সংশোধন করবে, ঝেড়ে ফেলবে সকল ভ্রান্তি, যা সঠিক, সত্য ও বাস্তব সম্মত তাই প্রয়োগ করবে । লিডিং লাইট কমিউনিজম যেমন পেছনের দিকে থাকাবে, ঠিক তেমনি সামনের দিকে ও গভীর দৃষ্টি দিবে । সকল লিডিং লাইট শিখবে কেমন করে ইতিহাস থেকে দ্রুত শেখা যায় । লিডিং লাইট মনে করে এটা কোন শেষ কথা নয় ; এটা হলো জ্ঞান অর্জনের প্রথম সোপান। একেএম শিহাব ।