রীস্মকালের জন্য অনুদানের আবেদন……….

রীস্মকালের জন্য অনুদানের আবেদন……….
(llcobangla.org)
বিশাল বিজয়ের জন্য এগিয়ে যাওয়া,  কিছু ক্ষেত্রে পিছু হঠা। আমরা এভাবেই এগোচ্ছি।
 লিডিং লাইটের মহা পরিকল্পনা অনুসারে আমরা আমাদের এগিয়ে যওয়ার কাজ করছি। যদি ও আমাদের দ্বিতীয়  পর্যায়ের কোন কোন বিষয়ে কাজ কিছুটা ধীর গতিতে হচ্ছে কিন্তু আমাদের প্রাথমিক কাজ বিপুল্ভাবেই এগুচ্ছে। সংশোধনবাদিদের বিরুদ্বে আমাদের সংগ্রাম চলছে । আমরা আশাকরি যে, যারা ভুলের মধ্যে আছেন তারা তাদের ভুল বুঝতে পারবেন এবং বিপ্লবি লাইনে ফিরে আসবেন। আমরা কিছুতেই এই কাজ গুলো ও করতে পারতাম না যদি আমরা আপনাদের সহযোগীতা না পেতাম। বিপ্লবি ধন্যবাদ জানাই সকলকে যারা এই কাজে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন। কথার চেয়ে  আমরা বেশী কাজে বিশ্বাসী । আমাদের নেতা বাস্তব সম্মত পথে পার্টিকে পরিচালনা করছেন। যেপথে আঁধারের বাঝ কেটে আসবে বিজয়। সকল  কর্মী ও নেতাকে বুঝতে হবে যে, আমরা প্রতিটি দিন ত্যাগ ও তিথিক্ষা দিয়েই গড়তে হবে। সকলকে এখনি আনুদান দিতে হবে, যেন আমরা আমাদের সকল কাজকে গতি দিতে পারি। আমরা আমাদের কাজকে আর ও শক্তিশালী করতে পারি। আমরা আগামি কয়েক সপ্তাহে বেশ কিছু বিপ্লবি ঊপকরন তৈরী ও প্রচার করব। আমরা আমাদের নতুন শিক্ষা কায্যক্রমে, অনেক গুলো পাঠ চক্র গড়ে তুলব । এই কায্যক্রমের ভেতর দিয়ে আমরা আমাদের পরবর্তী কাজের স্থরে ঊপনিত হতে পারব। অনুদান প্রদান করা যে কোন বিপ্লবী কাজের অংশ। আপনি আপনার আরাম চেয়ারে বসেই অঙ্গীকারের মাধ্যমে বিপ্লবী কাজে শরীক হতে পারেন। ইহা ও বিপ্লবের জন্য এক প্রকার ত্যাগ। আলো আসবেই। আমাদের ক্যাডারগন সাফল্য আনবেই। তারা তাদের যোগ্যতা প্রমান করে ছাড়বেই। যে লড়াই আমরা শুরু করেছি তার ফয়সালা হবে জীবন মৃত্যর মধ্যদিয়ে। কেননা আমাদের লড়াই হলো মানুষের জন্য। সুন্দর একটি সমাজের জন্য। ভেবে দেখুন তৃতীয় বিশ্বের মানুষের কথা যা দের রক্ত আর ঘামে প্রথম বিশ্ব প্রতিদিন আয় করে বিলিয়ন ডলার। ভেবে দেখুন আমাদের লিডিং লাইটের ভাই ও বোনদের কথা তারা কি যাথনার ভেতর দিয়ে দিনাতিপাত করে। ভেবে দেখুন আমাদের লিডিং লাইটের ভাই ও বোনটির কথা যে কি না স্বাধিনতার জন্য জিবনের ঝুকি নিয়েছে। ভেবে দেখুন আমাদের কমরেড ও বন্ধুদের কথা যারা রাত কাঠায় ঠান্ডা রাতে রাস্তার ধারে।ইহা ই হলো আমাদের প্রকৃত লড়াই ও সংগ্রাম।আমাদেরকে সহযোগীতা করুন গ্রীস্মকালের কায্যক্রমে জন্য। আমরা আশা করছি এবছরই আমরা একটা আবস্থান তৈরি করতে পারব। আমরা     এখন আন্দোলনে আছি। আমরা সব কিছুই করব বিজয় লাভের জন্য। লিডিং লাইট দীর্ঘজীবি হোক। লিডিং লাইট কে আনুসরন করুন। লিডিং লাইট হন। আমাদের সূয্য ঊঠছে। আমাদের সুদিন আসবেই।

Leave a Reply