মুসলিম দুনিয়ায় মার্কিন বিরোধী প্রতিবাদকে সমর্থন করুন..

(llbangla.org)

লিডিং লাইট কমিউনিষ্ট সংগঠন মুসলিম দুনিয়ায় মার্কিন বিরোধী প্রতিবাদকে সমর্থন জানাচ্ছে। যদি ও কোথা ও কোথাও প্রতিবাদের সূচনা হয়েছে আমেরিকায় একটি সংবেদনশীল, নোংরা ও ইসলাম বিরোধী চলচ্চিত্র নিমার্ণের প্রতিবাদে। তবে তা মূলতঃ মার্কিন সাম্রাজ্যবাদের নানা অপকর্মের বিরোদ্ধেই এই প্রতিবাদ সার্বজনীন হয়ে উঠছে।  মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য সাম্রাজ্যবাদী দেশ গুলো সারাবিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে সহ তৃতীয় বিশ্বের  বিরোদ্ধে একটি যুদ্ধ পরিচালনা করছে। আমেরিকাপন্থীদের বিরোদ্ধে মুসলিম দেশের রাজপথে আজ যে প্রতিবাদ হচ্ছে তা গরীব, সর্বহারা, লিডিং লাইট কমিউনিষ্ট, অন্যান্য প্রগতিশীল শক্তি ও দুনিয়া জোড়ে গড়ে উঠা সাম্রাজ্যবাদ বিরোধী জোট পরিচালনা করছে । লিডিং লাইট সারা বিশ্বে সাম্রাজ্যবাদের বিপরীতে দাড়াঁচ্ছে। লিডিং লাইট লাইন সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদ বিরোধী জোট বৃদ্ধি করছে । লাল পতাকা ধারন করুন ! তা উধের্ব তুলে ধরুন! স্পষ্ট কওে ঘোষণা করছি, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে শরিক হোন, সাথে সাথে সমালোচনা অব্যাহত রাখুন! যেখানে সম্ভব নেতৃত্ব গ্রহন করুন!

এ প্রসঙ্গে আমরা আগামীতে আরো কথা বলব..

Leave a Reply