(llbangla.org) বিগত কয়েক সপ্তাহে মায়ানমারের জনগণের উপর সেই দেশের সেনাবাহিনী সরকারে নির্দেশে ব্যাপক অত্যাচার ও নির্মমতা চালিয়েছে। প্রথমিক ভাবে সেদেশের ছাত্র সমাজ লেটপাদেন থেকে শিক্ষার অধিকার ও জনগণের মানবাধিকার আদায়ের জন্য রেংগনের দিকে লং মার্চ শুরু করেছিলো। সেই দেশের পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে রাজধানীতেই পদ যাত্রায় বাঁধা প্রদান করে। পুলিশের লাঠিপেটা খেয়ে সেখানে আহত হয় কয়েক শত ছাত্র ছাত্রী। …
মায়ানমার প্রসংগ…
