(llco.org) এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ইকুইডরে আঘাত হেনেছে। ইতিমধ্যে ২৩৮ জনের মৃত্যু ও ১৫০০ জনের জখম হওয়ার সংবাদ নিশ্চিত হওয়া গেছে। ৭.৮ মাত্রার ভূ কম্পন টি সেই দেশের রাস্তা ঘাট, দালান কোটা, ও নানা ভবন ধ্বংস করে দিয়ে গেছে । সেখানে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যারা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন তাদেরকে ও উদ্বের করা যাচ্ছে …
ভূমিকম্প কি জাতি প্রেমী ?
